টাঙ্গাইল প্রতিনিধিঃ
ইন্টারনেটে আসক্তির ক্ষতি এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ান এর শুভ উদ্বোধন ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসকের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রহিম সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়ান এর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য দেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদসহ অন্যরা।
মূল প্রবন্ধ উপস্থাপক করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইসিটি বিভাগ প্রফেসর ড. আহসান হাবিব তারেক।