নাটোরে মোটরসাইকেলে দূর্ঘটনা, ৩ যুবক নিহত

নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে তিন যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দয়ারিয়া-কাশিমপুর সড়কে ফাঁকা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সকালে রাস্তার পাশে মরদেহসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লালপুর থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, অজ্ঞাত তিন যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here