Sunday, September 8, 2024
Homeদূর্ঘটনাস্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী

স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে জীবন দিলেন দ্বিতীয় স্ত্রী

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন মো. সাথি (২৫) নামের এক গৃহবধূ। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। এরআগে, রোববার রাতে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে স্বামীর বাড়িতে বিষপান করেন ওই গৃহবধূ। সে ওই এলাকার মো. মাইনুদ্দিনের স্ত্রী।
জানা যায়, প্রথম স্ত্রীকে তালাক দিয়ে গত দুই মাস পূর্বে গৃহবধূ সাথিকে বিয়ে করেন তার স্বামী মাইনুদ্দিন। রোববার বিকালে ঢাকা থেকে আবারো প্রথম স্ত্রীকে বাড়িতে আনেন মাইনুদ্দিন। সেই সংবাদ শুনে মাইনুদ্দিনের দ্বিতীয় স্ত্রী সাথি তার বাবার বাড়ি থেকে এসে স্বামীর বাড়িতে বিষপান করেন। এরপর স্থানীয় লোকজন তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় গৃহবধূ সাথি।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতাল প্রতিবেদন তৈরি করেছে। ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য