Sunday, November 10, 2024
Homeঅপরাধশিবগঞ্জে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার ৪

শিবগঞ্জে ৫ লাখ ভারতীয় জাল রুপিসহ গ্রেফতার ৪

চাঁপাইনবাবগঞ্জের জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে শিবগঞ্জ উপজেলার বাটাগ্রাম ও বড়গাছি বাজার এলাকায় ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জাল রুপিসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফুটানী বাজার আলালপুর গ্রামের মো. দুলাল হকের ছেলে জিহাদ রানা, ছোট জামবাড়িয়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে মো. নবী উল্লাহ, দুর্গাপুরের শফিকুল ইসলামের ছেলে আব্দুস সামাদ ও ধরমপুর মান্নুর মোড়ের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ওরফে বাইতুল ইসলাম মিশুক। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএমের (বার) নির্দেশনায় গত রোববার সন্ধ্যা ৭টার দিকে শিবগঞ্জের বাটাগ্রাম ও বড়গাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার ভারতীয় জালরুপি, একটি প্রিন্টার, মেমোরিকার্ডসহ ৪ যুবককে গ্রেফতার করা হয়। এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএমের নেতৃত্বে এসআই আজগর, এসআই আরিফসহ ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি বাবুল উদ্দিন সরদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য