রাজশাহীতে শনিবার দুপুরে মহানগরীর বুলনপুর এলাকায় নজরুল ইসলাম নামে এক সাবেক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত নাছিমা বেগমকে (৫০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে সাবেক পুলিশ সদস্য নজরুল পলাতক রয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুলনপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম রাজশাহী জেলা পুলিশে কর্মরত ছিলেন। দাম্পত্য কলহের জের ধরে নজরুল ইসলাম তার স্ত্রী নাছিমাকে মারধর করেন।
এ ব্যাপারে মহানগরীর রাজপাড়া থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।