Monday, July 14, 2025
Homeঅপরাধরাজশাহীতে নিজ ঘরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

রাজশাহীতে নিজ ঘরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

রাজশাহীর চারঘাট উপজেলায় রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে নিজ বাস ভবনের নিজ ঘরে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের নাম মানসুর রহমান (৭০)। তিনি উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম।

তিনি জানান, মানসুর রহমানের একমাত্র ছেলে ঢাকায় প্রকৌশলী হিসেবে চাকরি করছেন। তিনি সেখানেই থাকেন। মানসুর রহমানের স্ত্রী ঢাকায় ছেলের বাড়িতে গত কয়েক দিন আগে বেড়াতে যান। এ জন্য তিনি তার নিজ বাড়িতে একাই ছিলেন।রোববার রাতে কাজের বুয়া মেইনগেটে তালা দিয়ে বাড়ি চলে যান। রাত প্রায় সাড়ে ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা কাজের বুয়াকে ডেকে আনলে তালা খুলে দেখা যায় বাড়ির ভেতরে গলাকাটা অবস্থায় মানসুর পড়ে আছেন। এর পর পুলিশে খবর দেয়া হয়।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু বাড়ির বাইরে থেকে তালা দেয়া ছিল; তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে– প্রাচীর টপকিয়ে কেউ চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে।বিষয়টি মানসুর রহমান টের পাওয়ায় তাকে গলা কেটে হত্যা করা হতে পারে।

তবে এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য