Saturday, November 2, 2024
Homeআইন-আদালতরাজধানীর উত্তরার হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জন আটক

রাজধানীর উত্তরার হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জন আটক

রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহরাব হোসেন (২০),  মো. তৌহিদুল ইসলাম (২১), মো. উজ্জ্বল মিয়া (২৫) ও মো. সেলিম মিয়া (৩০)। তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি। ডিএমপির উপকমিশনার ওয়ালিদ হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। গত শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য