রাজধানীর কাঁঠালবাগানে গলিতে পড়ে থাকাবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. আশিকুর রহমান আশিক (২০)। তার বাবার নাম কামাল মিয়া। কাঁঠালবাগানে ভাড়া পরিবারের সঙ্গে থাকতেন আশিক। মঙ্গলবার ভোরে কাঁঠালবাগানের গলিতে পাঁচতলা একটি ভবনের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গলিতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ডাকা মেডিকেলে নিয়ে যায়।আশিকের ভাই সাগর জানান, রাত থেকে আশিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার লাশ পড়েছিল ভবনের সামনে। সাগরের অভিযোগ আশিককে হত্যা করা হয়েছে।নিউমার্কেট অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, আশিক সিসি ক্যামেরার সংযোগের কাজ করতেন। ঘটনাটি রহস্যজনক। পাঁচতলা ওই ভবনের ছাদ থেকে আশিক পড়ে গেছেন, না তাকে কেউ ফেলে দিয়েছে, তা তদন্তের পর জানা যাবে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে আনা হয়েছে।