Monday, November 4, 2024
Homeদেশগ্রামযশোরে ১ কোটি ৫৬ লাখ টাকার চন্দন কাঠ জব্দ

যশোরে ১ কোটি ৫৬ লাখ টাকার চন্দন কাঠ জব্দ

যশোরের শার্শা উপজেলায় এক ট্রাক ভারতীয় চন্দন কাঠ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার রাতে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড় থেকে এক টন ৪০ কেজি ওজনের এ চালানটি আটক করা হয়। জব্দকৃত চন্দন কাঠের মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, ভারত থেকে পাচার হয়ে বিপুল পরিমাণ চন্দন কাঠ সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে উপজেলার নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রো অ-১৪-০৫৭৩ নং একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। পরে ওই কাভার্ডভ্যানটি তল্লাশি করে এক টন ৪০ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত চন্দন কাঠের মূল্য এক কোটি ৫৬ লাখ টাকা বলে জানায় বিজিবি। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য