বন্দরে মোবাইল ফোনে কথা বলতে বারণ করায় মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া (১৪) নামে এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রোববার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার শরিফুল মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
সুমাইয়া আক্তার সোনাকান্দা কবরস্থান রোড এলাকার মৃত সহিদ মিয়ার মেয়ে। সে সোনাকান্দা গণমুখী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্র জানায়, সুমাইয়া মোবাইল ফোনে বারবার কথা বলত। এজন্য মা বকাঝকা করেন ও মোবাইলে কথা বলতে নিষেধ করেন। এতে মায়ের সঙ্গে অভিমান করে সুমাইয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া জানান, মা বকাঝকা করায় অভিমানে আত্মহত্যা করে সুমাইয়া।