পাওনা টাকার জন্য মারধর করায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে ফেসবুক লাইভে এসে বিষ পানে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার দুপুরে শহরের খৈয়াসার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খৈয়াসার এলাকার জীবন মিয়া নামে এক পাইপ ফিটিংস মিস্ত্রির সঙ্গে কাজ করতেন পারভেজ। জীবনের কাছ থেকে সুদে টাকা ধার নেন তিনি। কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। এ নিয়ে বৃহস্পতিবার রাতে জীবন সহযোগীদের নিয়ে পারভেজকে মারধর করেন। এরপর শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যা করেন পারভেজ। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন জীবন।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রহিম জানান, জীবনকে ধরার চেষ্টা চলছে। তাকে পেলে পুরো ঘটনা জানা যাবে।