নিজস্ব প্রতিনিধিঃ
তরুণদের লাইফস্টাইলকে সমুন্নত করতে ১৪ অক্টোবর ফার্স্ট সেলের মধ্যে দিয়ে অপো তাদের নতুন স্মার্টফোন– অপো এফ১৭ এবং ট্রু ওয়্যারলেস হেডফোন (টিডব্লিউএস)– এনকো ডব্লিউ৫১-এর যাত্রা শুরু করেছে বাংলাদেশের বাজারে। নতুন প্রজন্মের তরুণদের প্রযুক্তিগত চাহিদা পূরণের জন্যে বিশেষভাবে ডিজাইন করা গ্যাজেটগুলোর প্রি-অর্ডার শুরু হয় ১২ তারিখে যা গত ৮ অক্টোবর অবমুক্ত করা হয়।অপো এফ১৭-এর বাজার মূল্য ২২,৯৯০ টাকা এবং এনকো ডব্লিউ৫১ এর দাম ৭,৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছাত্র এবং তরুণ পেশাদারদের সারাদিন কাটে স্মার্টফোনের সঙ্গে।
কখনও কাজ করে, কখনও ছবি, ভিডিও দেখে অথবা গান শুনে। আর এফ১৭-এর ২৪০০X১০৮০ এফএইচডি+ডিসপ্লেতে অভিজ্ঞতা আরো চমৎকার হবে। গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত ডিসপ্লের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৭ শতাংশ। জীবনের প্রতিটি সুন্দর মুহূর্তের অনন্য ছবি তোলার জন্য এফ১৭ ডিভাইসটিতে ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং দুর্দান্ত পোর্টেট তোলার জন্য ২ মেগাপিক্সেলের দুটি মনো ক্যামেরা। এছাড়া, উজ্জ্বল নান্দনিক সেলফির জন্যে আছে অসাধারণ ফ্রন্ট ক্যামেরা। সারাদিনের বিরতিহীন স্মার্টফোন ব্যবহারের জন্যে ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০। চমৎকার কর্মদক্ষতার জন্যে ফোনটিতে আছে ৮ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র্যাম, স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেট, ১২৮ গিগাবাইট ইউএফএস ২.১ রমসহ আরো নানান ফিচার। এআইওটি জগতে আরেক ধাপ এগিয়ে যেতে এফ১৭-এর সঙ্গে এনকো ডব্লিউ৫১ নিয়ে এসেছে অপো। ব্র্যান্ডটির সর্বশেষ টিডব্লিউএসে ট্রিপল মাইক্রোফোন নয়েস ক্যান্সেলেশন ও হাইব্রিড অ্যাক্টিভ ক্যান্সেলেশনে যেকোন ধরনের মিউজিক হবে আরো উপভোগ্য এবং কথা বলায় মিলবে চমৎকার অভিজ্ঞতা। অডিও-ভিডিওতে অনন্য সিনক্রোনাইজেশন ও দ্রুত ট্রান্সমিশনের জন্যে আছে বাইনরাল লো-ল্যাটেন্সি। আইপি৫৪ রেটিং থাকায় ভাবতে হবে না ধুলোবালি নিয়েও। আর এক চার্জে মিউজিক প্লেব্যাক করা যাবে ২৪ ঘণ্টা পর্যন্ত। ফার্স্ট সেল প্রসঙ্গে অপো বাংলাদেশের পিআর অ্যান্ড কমিউনিকেশনের ম্যানেজার জোশিতা সানজানা রিজভান জানান, গ্রাহকদের হাতে সেরা পণ্যটা তুলে দেয়াটাই আমদের মূল লক্ষ্য।আজকের তরুণদের জন্য যারা একটি মজার এবং ফ্যাশনেবল জীবন যাপনে পছন্দ করেন, তাদের জন্যেই এফ১৭। এর সঙ্গে এনকো ডব্লিউ৫১-এর ব্যবহারে যেকোনো কিছুই শোনার অভিজ্ঞতা হবে আরো উপভোগ্য। উদ্ভাবন ও সামর্থ্যকে প্রাধান্য দিয়েই ডিভাইস দুটি ডিজাইন করা হয়েছে। বিস্ময়কর ডিভাইস দুটি এখন অপোর অফিসিয়াল স্টোরসহ সব স্মার্টফোন স্টোর এবং অনলাইন ক্রয়ের জন্যে পাওয়া যাচ্ছে।