Sunday, November 3, 2024
Homeআন্তর্জাতিকফ্রান্সে যাজককে গির্জার সামনে গুলি

ফ্রান্সে যাজককে গির্জার সামনে গুলি

ফ্রান্সের লিও শহরের একটি গির্জায় শনিবার বিকালে এর যাজকের ওপর গুলি চালিয়েছে এক বন্দুকধারী যুবক। খবর এবিসি নিউজের। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে গির্জা বন্ধ করে বাসায় ফেরার সময় একাধিকবার গুলি চালায় ওই যুবক। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, শটগান থেকে দুটি গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যাজককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।পাসনা শেষে শনিবার গির্জা থেকে বের হচ্ছিলেন সেই যাজক। তখনই ওই যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীর খোঁজে গোটা শহরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জানিয়েছিলেন, গোটা দেশে যেসব জায়গায় ভিড় বেশি, সেখানে সেনা মোতায়েন করা হবে।বর্তমানে দেশটির উপাসনালয় থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হলেও কীভাবে এমন হামলা হলো, তার উত্তর নেই পুলিশের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য