Monday, October 2, 2023
Homeরাজনীতিপ্রতিটা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শফিকুজৃজামান খান মোস্তফা, টাঙ্গাইল :
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল বলেছেন, প্রধানমন্ত্রীর অঙ্গিকার অনুযায়ী সারা দেশের প্রতিটা উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এই কার্যক্রম সারাদেশে চলমান রয়েছে।
আজ টাঙ্গাইলের সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী প্রথম পর্যায় আমরা ১শত ২৬টি স্টেডিয়াম করেছিলাম এখন ২য় পর্যায়ে ১ শত ৮৬টি স্টেডিয়াম নির্মানের জন্য প্রকল্প হাতে নিয়েছি। এছাড়াও আমরা ঢাকার আশে পাশে জেলাগুলোতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা হাতে নেওয়া হবে শিগগিরই।
টাঙ্গাইলে যে ছাত্রীটি খেলার মাঠে মারা গেছে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন রোদের সময় খেলা চালানোটি উচিত নয় বলে মনে করি।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর  আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড.মহিউদ্দিন আহমেদ, টাঙ্গাইল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য