ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের কাঁচারিরঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে শনিবার ভোর রাতের দিকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে স্থানীয় জেলেরা কাঁচারিরঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন।
এসময় নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান, নিহতের নাম ও পরিচয় এখনও আমরা পাইনি। তবে মরদেহটি ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।