Monday, October 2, 2023
Homeদূর্ঘটনাটাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে ও ডুবে গিয়ে রেনু বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুন) সকালে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেনু বেগম ওই গ্রামের খসরু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে রেনু বেগম বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যায়। এসময় এক কিশোর বিষয়টি দেখে স্থানীয়দের খবর দেয়। পরে তার পরিবার ও স্থানীয়রা মাছ ধরার ঝাঁকি জাল দিয়ে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতের স্বামী খসরু মিয়া জানান, ‘আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ্য। এজন্য আমি তাকে গোসলও করিয়ে দিতাম। সকালে আমার অজান্তে সে পুকুরে নেমে নিখোঁজ হয়। পরে পুকুরের পানিতে খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায়।

স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফরিদা আক্তার জানান, ‘রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ্য ছিলেন। সকালে তিনি বাড়ির সামনে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা মাছ ধরার ঝাঁকি জালসহ বিভিন্নভাবে পুকুরে নেমে তাকে খুঁজতে থাকে। প্রায় এক ঘন্টা পর তার লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ এসেছিল। নিহত রেনু মানসিকভাবে অসুস্থ্য ছিল এজন্য মুছলেকা দিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশটি রেখে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য