Tuesday, November 5, 2024
Homeঅপরাধজাল ভিসা তৈরি চক্রের মূল হোতা র‌্যাবের হাতে আটক

জাল ভিসা তৈরি চক্রের মূল হোতা র‌্যাবের হাতে আটক

ভিসা প্রতারক চক্রের মূল হোতাকে রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকায় অভিযান চালিয়ে জাল গ্রেফতার করেছে র‍্যাব-৪। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ২টার পরে অভিযানে র‍্যাব-৪ এর সদস্যরা চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে জাল ভিসা দিয়ে অর্থ হাতিয়ে নেন, যার সত্যতা স্বীকারও করেছেন সিদ্দিকুর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য