ভিসা প্রতারক চক্রের মূল হোতাকে রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকায় অভিযান চালিয়ে জাল গ্রেফতার করেছে র্যাব-৪। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ২টার পরে অভিযানে র্যাব-৪ এর সদস্যরা চক্রের মাস্টার মাইন্ড সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদেরকে জাল ভিসা দিয়ে অর্থ হাতিয়ে নেন, যার সত্যতা স্বীকারও করেছেন সিদ্দিকুর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।