চাঁদপুরের মতলব উত্তরে নিবার দিবাগত রাত ২টার দিকে পালসএইড জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় লিমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতি লিমা আক্তার মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা ঠাকুরচরখান বাড়ির আবুল খায়ের খানের স্ত্রী। লিমা আক্তারের স্বামী আবুল খায়ের জানান, স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে শুক্রবার রাত ৯টায় উপজেলার ছেংগারচর বাজারে অবস্থিত পালসএইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আকলিমা জাহান তানিয়া তাকে অস্ত্রোপচারের কথা বলেন। ওই দিন রাত ১১টার দিকে চিকিৎসক তার স্ত্রী লিমা আক্তারকে অস্ত্রোপচার করার পর পুত্রসন্তান জন্ম হয়। অস্ত্রোপচারের পর তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকের দায়িত্বহীনতার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রোগীর অবস্থা বেগতিক দেখে ডা. আকলিমা জাহান তানিয়া আমাদের রোগীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে পথিমধ্যে লিমা আক্তারের মৃত্যু হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ডা. আকলিমা জাহান তানিয়া মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে রয়েছেন। তিনি পালসএইড জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক। এ বিষয়ে ডা. আকলিমা জাহান তানিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে নিহত লিমা আক্তারের স্বামী আবুল খায়ের খান জানান। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।