রাজবাড়ীর পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ, বৃহস্পতিবার ভোরে পদ্মার নদীর অন্তার মোড় এলাকায় জেলে মোহাম্মদ শেখের জালে মাছটি ধরা পড়ে। যার মূল্য ২৪ হাজার টাকা। সকাল ১০টার দিকে দৌলতদিয়াঘাটের মাছ বাজারের আড়ৎদার বাবু সরদারের কাছ থেকে মাছটি ১৮৫০ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। জেলে মোহাম্মদ শেখ বলেন, বুধবার রাত ১০টার দিকে কয়েকজন মিলে পদ্মার অন্তার মোড় এলাকায় জাল ফেলে বসে থাকি। কয়েক ঘণ্টা পর জালে সজোরে একটা ধাক্কা মারলে বুঝতে পারি বড় কোনো মাছ জালে ধরা পড়েছে।
অনেকক্ষণ সময় নিয়ে নদী থেকে জাল উঠালে দেখি ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। এত বড় বোয়াল মাছ ধরা পড়ায় তিনি বেশ খুশি হয়েছেন বলে জানান। দৌলতদিয়া ফেরিঘাট এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে মোহাম্মদ শেখের কাছ থেকে ১৮৫০ টাকা দরে বোয়াল মাছটি ২২,২০০ টাকায় কিনেছি। ফোনের মাধ্যমে ঢাকার এক শিল্পপতির কাছে ২০০০ টাকা কেজিতে ২৪ হাজার টাকায় বিক্রি করেছি বলে জানান তিনি।