Wednesday, December 1, 2021
Homeখেলাধুলাঅসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রুবেল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রুবেল


হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন।

বৃহস্পতিবার রাতে রুবেল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুক পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
এখন তিনি হসপিটালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন। ’
জানা যায়, বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তবে রুবেলের অসুস্থতা গুরুতর নয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ।
৩১ বছর বয়সি এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে সুযোগ পাননি রুবেল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে উড়ে গেলেও একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রুবেল হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য