Sunday, December 14, 2025
Homeদেশগ্রামআজ লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

আজ লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

জাহিদ দুলাল

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

আজ সোমবার ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এ উপলক্ষে রোববার বিকালে ইউনিয়নের ১৪ টি ভোট কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের নেতৃত্বে নেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাধী। নির্বাচনের শৃঙ্খলা রক্ষায় মাঠে ৩ স্তরের নিরাপত্তাসহ ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২৯ হাজার ৪৮৪ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।
অন্যদিকে, এর আগে দুপুরে লালমোহন থানার আয়োজনে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে কেন্দ্রে মোতায়নকৃত পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য