Friday, November 14, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে গ্রেটার কাশ্মীর জানিয়েছে। লক্ষ্মণ নামে নিহত ওই সেনাসদস্য রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন খবরে বলা হয়েছে।  ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ প্রচুর রক্তক্ষরণের কারণে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।সীমান্তের বিভিন্ন সেক্টরে প্রায়ই গোলাগুলির ঘটনা এখন অনেকটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য