Wednesday, April 17, 2024
Homeবিনোদনশুটিংয়ে আহত, শাহরুখ খানের নাকে অস্ত্রোপচার

শুটিংয়ে আহত, শাহরুখ খানের নাকে অস্ত্রোপচার

বলিউড তারকা শাহরুখ খান শুটিংয়ের সময় আহত হওয়ায় তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুটিং চলাকালে দুর্ঘটনায় আহত হওয়ার সঙ্গে সঙ্গে বলিউড বাদশাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার নাকে ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দৃশ্য ধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান। তার নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতেই নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে শাহরুখ খানকে। তবে চিকিৎসকরা বলেছেন, দুশ্চিন্তার কোনো কারণ নেই।

অবশ্য প্রতিবেদনে দুর্ঘটনার সময় কিংবা কিসের দৃশ্য ধারণ করছিলেন তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকেও এ পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।

প্রসঙ্গত, এ বছর ব্যাপক ব্যবসা করেছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি। আসছে সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য