Monday, November 4, 2024
Homeআন্তর্জাতিকভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু, নিখোঁজ ৮

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু, নিখোঁজ ৮

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আরো আট সেনাসদস্য। গতকাল রোববার ভোররাতে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ট্রিতে এ ভূমিধস হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি পাথর আর মাটির নিচে চাপা পড়ে পুরো সেনাক্যাম্পটি। ভূমিধসের পর আটজন জীবিত অবস্থায় বেরিয়ে যেতে পারলেও অনেকে মাটির নিচে চাপা পড়েন। এরই মধ্যে উদ্ধারকারীরা মাটি খুঁড়ে ১৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। গত বৃহস্পতিবারও পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাঁদের অধিকাংশই ছিলেন সেনাসদস্য। চলতি মাসের শুরু থেকে ভারি বর্ষণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভিয়েতনাম। বৃষ্টি ও বন্যার কারণে দেশটির পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটছে। এক সপ্তাহে বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টি ও বন্যা আরো বাড়তে পারে বলে ভিয়েতনামের আবহাওয়া অফিস জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য