বলিউড তারকা কঙ্গনা রানাউত এবং তার বোনকে পুলিশি তলব

বলিউড তারকা কঙ্গনা রানাউত এবং তার বোন রঙ্গোলি চণ্ডালকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মুম্বাই পুলিশ তলব করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গনা আর বোন রঙ্গোলির পোস্টকে ঘিরে এই বিবাদ। কয়েকটি সংগঠন এ দুই বোনের বিরুদ্ধে সরব হওয়ার পর মুম্বাই আদালত বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।  খবর এনডিটিভির।

তাই মুম্বাই পুলিশ তাদের সমন পাঠিয়েছে। ১০ নভেম্বরের আগে তাদের থানায় হাজির হতে হবে। কঙ্গনা ও রঙ্গোলি চণ্ডালকে ১০ নভেম্বরের আগে মুম্বাই পুলিশ স্টেশনে আসতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে অভিযোগ, ধর্মের বিরুদ্ধে নানা অভদ্র ভাষা তারা প্রয়োগ করেছেন। মুম্বাই আদালত সিআরপিসির ২০২ ধারা অনুযায়ী তদন্তের আদেশ দিয়েছেন। আর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের রিপোর্ট চেয়েছেন। কয়েক মাস ধরে কঙ্গনা এবং মহারাষ্ট্র সরকারের মধ্যে অনেক বাগবিতণ্ডা হয়েছে। এ বলিউড অভিনেত্রী মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশকে নানা তির্যক মন্তব্য করে আক্রমণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here