চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ নেতার কব্জি কাটল বিএনপি নেতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় তেলিপাড়া বাজারে ছাত্রলীগ নেতার কব্জি কেটে গুরুতর জখম করেছেন এক বিএনপি নেতা। আহত আতিকুর রহমান সুমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুমন বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় তেলিপাড়া বাজারে যাওয়ার সময় বিএনপি নেতা জান্নাতুল ইসলাম জিমের মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ ঘটনা কেন্দ্র করে তর্কবিতর্কের একপর্যায়ে হাঁসুয়া দিয়ে কোপ দিলে সুমনের বাম হাতের কব্জি গুরুতর জখম হয়।

জান্নাতুল ইসলাম জিম বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামের ভাতিজা। স্থানীয়রা জানান, রাজনৈতিক কোন্দল কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত আতিকুর রহমান সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি দীলিপ কুমার দাস জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জান্নাতুল ইসলাম জিম পলাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here