অষ্টমীর দিনে ছেলেকে কোলে নিয়ে প্রকাশ্যে এলেন কোয়েল মল্লিক-নিসপাল সিং রানে। দুর্গাপূজায় অষ্টমীর মাহাত্ম্যই আলাদা। সবার বিশ্বাস– এই দিন দেবী দুর্গা উপুড়হস্ত সবার প্রতি। তাই ছেলের নামকরণের জন্য এই দিনটিকে বেছে নিয়েছেন কোয়েল ও নিসপাল। ছেলের নাম রাখলেন কবীর। স্বামী, সন্তান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে এসেছেন রঞ্জিত মল্লিকের একমাত্র আদরের মেয়ে। শেয়ার করেছেন সন্তানের নতুন নাম। ছবিতে দেখা যায়, কোয়েলের পরনে সাদা জমিনের তসরে নানা রঙের ফেব্রিক শাড়ি, লাল ব্লাউজ। আর লাল পাঞ্জাবিতে নিসপাল। আর ছেলে কবীর উজ্জ্বল হালকা হলুদ পাঞ্জাবি পরা। তাদের এ ছবির লাইকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ হাজার! ১.৩ হাজার বার শেয়ার হয়েছে কবীরের ছবি। এর আগে ছেলের জন্মের পর একবার সোশ্যাল মিডিয়া ঝলক দেখেছিল এ দম্পতি। তার পর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার কোথাও তাদের দেখা যায়নি।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা