বাংলাদেশ ট্রাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে আয়কর অধ্যাদেশের ১৮৪জি ধারা বলে ট্যাক্স ডে এর পরবর্তীতে জরিমানা প্রমার্জন পুর্বক ২০২০-২০২১ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবী জানিয়েছে। বাংলাদেশ ট্রাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর সদস্য সচিব এডভোকেট মোঃ খোরশেদ আলম গত ১৫ নভেম্বর , ২০২০ জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বরাবর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির দাবী জানিয়ে আবেদন করেন। কোম্পানী ব্যতীত ব্যক্তি ও অন্যান্য শ্রেনীভুক্ত করদাতাদের জন্য ২০২০-২০২১ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ ৩০শে নভেম্বর, ২০২০ইং এবং কোম্পানী শ্রেনীভুক্ত করদাতাদের (৩০শে জুন, ২০২০ ইং তারিখে সমাপ্ত বছর) আয়কর রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ ১৫ই জানুয়ারী, ২০২১ইং।
বিটিএলএ এর পক্ষ থেকে ২০২০-২০২১ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা উপ কর কমিশনারের স্বীয় এখতিয়ার বলে ২ মাস এবং পরিদর্শী যুগ্ন কর কমিশনারের অনুমোদনক্রমে আরো ২ মাস সময়সীমা বৃদ্ধিও দাবী জানানো হয়।