Saturday, August 2, 2025
Homeশিক্ষা সংবাদসংবাদ প্রকাশের পর টনক নড়ছে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের

সংবাদ প্রকাশের পর টনক নড়ছে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বিভিন্ন পত্রিকায় ‘আদালত ও এলাকায় পলাতক-তবুও নিয়মিত স্কুলের বেতন নিচ্ছেন ভাষ্কর’ শিরোনামে সংবাদ প্রকাশের পর টনক নড়ছে লালমোহন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের। গত ৩ অক্টোবর লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত বিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি বিহীন অনুপস্থিত থাকা প্রসঙ্গে ৭ কার্য দিবসের সময় দিয়ে কারন দর্শানো নোটিশ প্রদান করেন। 

কারন দর্শানো নোটিশে আরও উল্লেখ করেন গত ৯ এপ্রিল ২০১৯ ইং তারিখ হইতে অদ্যাবদি পর্যন্ত (২ বছর ৫ মাস ২৪ দিন) বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি বিহীন অনুপস্থিত।

উল্লেখ্য, বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) ভাষ্কর চন্দ্র হাওলাদার গত ৯ এপ্রিল ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি বিহীন অনুপস্থিত রয়েছে। এলাকায় না থেকেও গত প্রায় ২ বছর ৪ মাস স্কুলের বেতন ভাতা রুপালী ব্যাংকে তার হিসাব নাম্বারে নিয়মিত পাঠিয়েছিলেন কর্তৃপক্ষ। বিষয়টি এতদিন গোপনে স্কুলের কর্তৃপক্ষ অতি গোপন রাখছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেছিল ডাকযোগে সে ছুটির দরখাস্ত করেছে। ভাষ্কর লালমোহনে বিভিন্ন ব্যাংক ও মানুষের কাছ থেকে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছেন। অগ্রণী ব্যাংক তার বিরুদ্ধে মামলা করলে আদালত ও এলাকায় তিনি পলাতক রয়েছেন বলে জানানো হয়।

জানা যায়, সে বর্তমানে ঢাকাতে অসুস্থতার অযুহাতে তার বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন যায়গায়  নিয়মিত আড্ডা দিয়ে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য