Wednesday, January 14, 2026
Homeবিনোদনশ্রীময়ী নাটকে রোহিত সেনকে আর দেখা যাবে না !

শ্রীময়ী নাটকে রোহিত সেনকে আর দেখা যাবে না !

রোহিত সেনকে দেখে মোহিত হওয়ার দিন শেষ? আতঙ্কে ভুগছেন ধারাবাহিক ‘শ্রীময়ী’র দর্শকেরা। কারণ মূলত তিনটি। সুত্রঃ আনন্দ বাজার পত্রিকা

ঘটনা এক: দিন কয়েক হল ‘শ্রীময়ী’ ধারাবাহিক থেকে গায়েব টোটা রায়চৌধুরী ওরফে ‘রোহিত’! কেবল হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাচ্ছেন। ফোন পর্যন্ত ধরছেন না! তাঁকে শেষ দেখা গিয়েছে দিঠির বিয়ের আসরে। জুন আন্টির নাচ দেখে যেখানে বাকরুদ্ধ ‘রোহিত সেন’। টোটার টানা অনুপস্থিতি চিন্তায় ফেলেছে ধারাবাহিকের অনুরাগীদের। যদিও তাঁরা জানেন, অভিনেতা মুম্বই-কলকাতার নিত্যযাত্রী। তবু মন মানছে না। ভক্তদের ভয়, লেখক লীনা গঙ্গোপাধ্যায় ধারাবাহিক থেকে বুঝি মুছেই দিলেন রোহিতকে। সেই আতঙ্কে ২২ অক্টোবর থেকে রোহিত সেনকে চেয়ে পোস্ট উপচে পড়ছে ‘শ্রীময়ী’ ফেসবুক ফ্যানপেজে।

লেখিকা, স্টার জলসা চ্যানেল এবং প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরাগীদের বিনীত আবেদন, ‘মাননীয় লেখিকা, আপনি রোহিত সেনের কোনও বিপদ বা মৃত্যু দেখাবেন না। রোহিত সেন ছাড়া ‘শ্রীময়ী’ মেগা অচল…. মেগার শেষ পর্যন্ত রোহিত-শ্রীময়ীকে একসঙ্গে সংসার করতে দেখতে চাই!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য