Saturday, January 31, 2026
Homeঅপরাধ‘বিশেষজ্ঞ’ চিকিৎসক তৃতীয় শ্রেণি পাস : জামাই প্রেসক্রিপশন লিখতো, শ্বশুর করতেন স্বাক্ষর

‘বিশেষজ্ঞ’ চিকিৎসক তৃতীয় শ্রেণি পাস : জামাই প্রেসক্রিপশন লিখতো, শ্বশুর করতেন স্বাক্ষর

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গ্রেফতার হয়েছে ভুয়া দন্ত চিকিৎসক নূর হোসেন ও জাহিদুল ইসলাম।  তারা দুজন শ্বশুর-জামাই।  দুজনে মিলে পঞ্চগড় ডেন্টাল কেয়ার নামে খিলগাঁও তিলপাপাড়ায় গড়ে তুলেন একটি একটি দন্ত চিকিৎসা প্রতিষ্ঠান।

নুর হোসেন লেখাপড়া করেছেন তৃতীয় শ্রেণি পর্যন্ত আর তার মেয়ের জামাইর শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি।  অথচ জামাই ও শ্বশুর নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন যাবৎ সাধারণ রোগীদের দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন।

ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সেই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব-৩ এর ভ্রাম্যাণ আদালত।

অভিযান শেষে শ্বশুর নূর হোসেনকে দুই বছরের কারাদণ্ড এবং জামাতা জাহিদুল ইসলামকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। 

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অভিযানে দেখা যায় অন্য ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাক্তার অপারেশনসহ দাঁতের সকল ট্রিটমেন্ট দিচ্ছেন নূর হোসেন ও জাহিদুল ইসলাম।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ভুয়া চিকিৎসক নূর হোসেন ওষুধের নামও ঠিকমতো উচ্চারণ করতে পারছিলেন না।

তখন সন্দেহবশত জানতে চাইলে নূর হোসেন ভ্রাম্যমাণ আদালতকে জানান, তিনি তৃতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন।  তিনি অপর ভুয়া চিকিৎসক জাহিদুল ইসলামের শ্বশুর।  জামাতা জাহিদুল আগে পাথর কোম্পানিতে চাকরি করতো।  পরে শ্বশুরের সঙ্গে দাঁতের ভুয়া চিকিৎসা শুরু করে। 

জিহান কবির নামের এক চিকিৎসকের প্যাডে তারা স্বাক্ষর করে চিকিৎসাপত্র দিয়ে আসছিলেন। জামাই জাহিদুল ওষুধের নাম লিখতেন, আর শ্বশুর নূর হোসেন শুধু স্বাক্ষর করতেন। দীর্ঘদিন ধরে তারা এই জালিয়াতির মাধ্যমে ভুয়া চিকিৎসা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

অভিযানকালে উপস্থিত থাকা বেশ কয়েকজন ভুক্তভোগী  জানান, দালালদের মাধ্যমে তারা জেনেছেন, ওই ডেন্টাল কেয়ারে অভিজ্ঞ চিকিৎসক বসেন।  অনেকে চিকিৎসাপত্রও নিয়েছেন।  কিন্তু তারা এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি মাত্র তৃতীয় এবং দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করা দুজন ভুয়া চিকিৎসক এখানে চিকিৎসা দিয়ে আসছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য