Thursday, January 22, 2026
Homeদেশগ্রামবঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত নির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের মাঝে পুরস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের আয়োজনে কলেজ হলরুমে বিজয়ীদের মাঝে এ পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কলেজের শিক্ষা পরিষদের সাবেক সম্পাদক মো. মোস্তফা কামাল, লালমোহন করিমুন্নেসা-হাফিজ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. নাহিদুল ইসলাম পাপ্পুসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য