Saturday, August 2, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ আহত ২

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ঘাটাইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। রবিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালপুর উপজেলার কালিমন্দির এলাকার রাশিদুল ইসলাম সোহেল (২৫) ও ঘাটাইল উপজেলার দেওলা বাড়ী ইউনিয়নের খিলগাতী  এলাকার মামুন হোসেন (২৪)।

পুুলিশ ও স্থানীয়রা টিনিউজকে জানান, রাশিদুল ইসলাম সোহেল মোটরসাইকেল যোগে ঘাটাইল থেকে গোপালপুর উপজেলায় নিজ বাড়ীতে ফিরছিলেন। মোটরসাইকেলটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীতমুখী অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ৪ জনকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন টিনিউজকে বলেন, নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য