Monday, October 13, 2025
Homeখেলাধুলাটাঙ্গাইলে নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক

টাঙ্গাইলে নারীদের কাবাডি খেলায় মাতলো হাজারো দর্শক

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলাটি দেখতে আশপাশের কয়েক গ্রামের হাজারো দর্শক মাঠে ভিড় করেন।

গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা ও মেঘলা কাবাডি কল্যাণ এক্সপ্রেস। শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর খেলায় শেষ পর্যন্ত টাঙ্গাইল কাবাডি কল্যাণ সংস্থা জয়লাভ করে।

দর্শনার্থীরা জানান, এই ধরনের গ্রামীণ খেলাধুলার আয়োজন নিয়মিত হলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস কমে যাবে এবং তরুণ প্রজন্ম সুস্থ বিনোদনে আগ্রহী হবে। খেলোয়াড় নারীরাও জানান, গ্রামীণ পরিবেশে এমন আয়োজন তাদের জন্য প্রেরণার। দেশের বিভিন্ন প্রান্তে হাডুডু ও কাবাডি খেলায় অংশ নিলেও স্থানীয়ভাবে এমন আয়োজন করলে উৎসাহ আরও বাড়বে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন,“সদর উপজেলার ১২টি ইউনিয়নে আমরা ফুটবল, হাডুডু ও কাবাডিসহ বিভিন্ন খেলার আয়োজন করেছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানের  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রৌফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি:টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,  শহর বিএনপি সভাপতি মেহেদী হাসান আলীম, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক,  জেলা যুবদল সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু,সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা ছাত্রদল সদস্য সচিব এম.এ বাতেন প্রমুখ । এছাড়াও অনুষ্ঠান সঞ্চালনা করেন কাতুলী ইউনিয়ন ছাত্রদলের  সাবেক সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদ।

সাধারন দর্শক ও স্থানীয়দের চাওয়া, নিয়মিত এমন আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলা ফিরে আসবে, তরুণ প্রজন্ম সুস্থ সংস্কৃতির দিকে ঝুঁকবে এবং গ্রামীণ ঐক্য আরও জোরদার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য