Monday, August 11, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১, ২৪ ঘন্টায় নতুন ২১ জন শনাক্ত

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে মৃত্যু ১, ২৪ ঘন্টায় নতুন ২১ জন শনাক্ত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেল তিনটার দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।
এদিকে জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩০২ জন। সু¯’ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীণ আছেন ৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৯ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ২ জন, সখীপুর উপজেলায় ২ জন, মধুপুর উপজেলায় ১ জন, গোপালপুর উপজেলায় ২ জন রয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকেলে তিনটার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য