Tuesday, January 13, 2026
Homeদেশগ্রামজাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে লালমোহনে শ্রেষ্ঠ হলেন যারা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে লালমোহনে শ্রেষ্ঠ হলেন যারা

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ভোলার লালমোহন উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীতার মাধ্যমে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা প্রনয়ণ করেছেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীর একেএম আবুল খায়ের।

স্কুল পর্যায়ে শিক্ষার্থী হিসেবে শ্রেষ্ঠ হয়েছেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাসনীম রহমান, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন সরকারী শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জামিল হাসান, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মেহেজাবিন উমামা।

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন পূর্ব রমাগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. রিয়াজ উদ্দিন।
স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন চরভূতা নবগ্রাম করিমুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন সাফিয়া খানম বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মহিববুল্লাহ, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, কারিগরি কলেজের শ্রেষ্ঠ প্রধান হয়েছেন পশ্চিম চর উমেদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মুহাম্মদ খলিলুর রহমান।

স্কুল পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে সরকারি শাহবাজপুর কলেজে, মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে সাফিয়া খানম বালিকা দাখিল, কারিগরি পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে পশ্চিম চর উমেদ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।
এছাড়া বিশেষ অর্জন শ্রেষ্ঠ রোভার সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মো. রাকিব, শ্রেষ্ঠ রোভার গ্রুপ হয়েছে সরকারি শাহবাজপুর কলেজে এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক হয়েছেন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি ।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য