টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন, সভাপতি আক্তারুজ্জামান চঞ্চল, অভিভাবক সদস্য হারুন অর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। রোববার জজকোর্টের এডভোকেট মুহাম্মদ আব্দুল বাছেত এই নোটিশ দেন।
লিগ্যাল নোটিশ থেকে জানা যায়, ২০২০ সালের ১৫ মার্চ থেকে শ্রীফলিয়াটা গ্রামের মো. আ. রাজ্জাকের ছেলে মো. শামীম আল মামুন খন্ডকালিন অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অফিস সহায়ক পদে গত ৮ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত পদে শামীম আলম মামুন নিয়োগের জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে কথা বলেন। শামীম আল মামুনের অভিযোগ, চাকরির জন্য প্রধান শিক্ষক ১২ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে পরবর্তীতে বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছয় লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে শামীম আলম মামুনের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতিকে এক লাখ টাকা করে নেন। কিন্তু গত ১ ডিসেম্বর আবেদন পত্র যাচাই বাছাই করার সময় শামীম আল মামুনের আবেদনটি বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। গত মঙ্গলবার শামীম আল মামুন খন্ডকালীন অফিস সহায়ক হিসেবে হাজিরা খাতায় স্বাক্ষর করতে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সভাপতি ও অভিভাবক সদস্য বাঁধা দেন। এক পর্যায়ে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন।
এর আগেও একই অভিযোগে টাঙ্গাইলের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন শামীম আল মামুন। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা।
জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম জানান, সহকারি পরিদর্শক বিথী খান আহবায়ক, সহকারি পরিদর্শক ইমরান হাসান ও জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী আব্দুল মান্নানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।