গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটরটির একদল কর্মী। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক দাবি করেছেন, গণছাঁটাইয়ের পরিকল্পনা প্রতিরোধ করছিলেন বলে মিয়া মাসুদকে ‘টার্মিনেট’ করা হয়েছে। তিনি মিডিয়াকে বলেন, ২৭ অক্টোবর রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে টার্মিনেট করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।“গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গণছাঁটাইয়ের অপতৎপরতা চালাচ্ছিল। মিয়া মাসুদ তা রুখে দেওয়ার জন্য কোম্পানির ভেতর-বাহিরে, বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি দেওয়ায় মিয়া মাসুদকে গণছাঁটাইয়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সহজভাবে গণছাঁটাইয়ের সুবিধার্থে প্ল্যান করে টার্মিনেট করেছে। এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের দাবী “কর্মসংস্থানের বিষয়ে গ্রামীণফোন দেশের প্রচলিত আইন অনুসরণ করে চলে। চাকরি শর্তাবলী এবং প্রচলিত আইনের আলোকেই কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।”