কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক শামস সুমন (৩০) বুধবার রাত ১২টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন। আহত শামস সুমন ওই এলাকার মৃত শামসুলের ছেলে। আহত সুমনের পরিবার জানায়, বুধবার রাত ১২টার দিকে বাড়ি ফেরার সময় কয়েকজন ব্যক্তি মুখে মাস্ক পরে সুমনের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় অতর্কিতভাবে তাকে বেধড়ক পেটাতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সুমন হাসপাতালে চিকিৎসাধীন।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রাতে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়টি আমরা দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।