কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারো গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের হেড মাঝিসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পে চরম উত্তেজনা বিরাজ করছে। রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ রোহিঙ্গাদের স্বজনরা জানিয়েছেন, রাতে এশার নামাজের পর এ তিনজন এক সঙ্গে হেড মাঝির বাসায় দাওয়াত খেতে যাওয়ার সময় কয়েকজন আততায়ী তাদের লক্ষ্য করে গুলি করে। হামলাকারী আততায়ীর দল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসার সদস্য বলে সন্দেহ করছেন রোহিঙ্গারা।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে উখিয়া মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে ও ক্যাম্পে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, গুলিবিদ্ধদের মধ্যে আছেন ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন, নুর হোসেন ও রশিদ আলম। তাদেরকে প্রথমে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ৩০ জন পুলিশের একটি দল পাঠানো হয়েছে।