শীতলক্ষ্যায় ৩৪ জনের প্রাণহানির ঘটনায় ঘাতক কার্গো জাহাজটিকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের একটি পয়েন্ট থেকে জাহাজটিকে আটক করে কোস্ট গার্ড। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যায় মালবাহী জাহাজ (কার্গো) এসকেএল-৩–এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ এমভি সাবিত আল হাসান ডুবে যায়। এ ঘটনায় গতকাল পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।


















