Saturday, January 18, 2025
Homeঅপরাধশাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ফের ২৫০ কেজির বোমা উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণকাজ করার সময় ২৫০ কেজি ওজনের আরও একটি পুরনো বোমা উদ্ধার করা হয়েছে। 

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা। পরে বাংলাদেশ বিমান বাহিনী সেটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ১০ ফুট মাটির নিচ থেকে উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের বোমাটি একটি জেনারেল পারপাস (জিপি) বোমার মতো।

খবর পেয়ে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। এরপর সেটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যায়।

এর আগে ৯ ডিসেম্বর বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ চালানোর সময় একই রকমের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। পরে ১০ ডিসেম্বর দুপুরে টাঙ্গাইলের রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে বোমাটি ধ্বংস করা হয়।

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, উদ্ধার হওয়া বোমা দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য