Sunday, August 3, 2025
Homeরাজনীতিবুদ্ধিজীবী দিবসে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ শপথ বিএনপি নেতাকর্মীদের

বুদ্ধিজীবী দিবসে ‘গণতন্ত্র প্রতিষ্ঠার’ শপথ বিএনপি নেতাকর্মীদের

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনে ‘গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার’ শপথ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তার সঙ্গে ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ, এ শপথ এখানে গ্রহণ করছি। এই দিনে আমরা শপথ গ্রহণ করব, সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, দুর্ভাগ্যের কথা, আজকের বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেয়া হয়েছে, মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে আজ ধ্বংস করে ফেলা হয়েছে।

কারাগারে বন্দি দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, মুক্ত বাকের স্বাধীনতা চাই, কথা বলার স্বাধীনতা চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য