আজ রোববার (২০ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে যোগ্য নেতৃত্বদানের সক্ষমতাসম্পন্ন অফিসারদেরই পদোন্নতির জন্য নির্বাচন করার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পর্ষদের কার্যক্রমের সূচনা করেন তিনি। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে বক্তব্যে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলেন, ‘জাতি চিরদিন সেনাবাহিনীর আত্মত্যাগকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শহীদ ও আহত সেনা সদস্যদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’
তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেসামরিক প্রশাসনের সহায়ক হিসেবে সেনাবাহিনীর এই অবদানকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. ইউনূস সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।