Wednesday, July 9, 2025
Homeঅপরাধএনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীগন

এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারীগন

পরিশেষে চলমান আন্দোলনের ইস্যুতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এর দুই শতাধিক কর্মকর্তা ও কর্মচারী। দেড় মাস ধরে আন্দোলন করে আসছিলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীগন।

উল্লেখ্য গতকাল সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শনে গিয়ে এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, আন্দোলনে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কোনো কারণ নেই। তবে, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে।

গত মঙ্গলবার (৮ জুলাই) অফিস চলাকালে আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তারা এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের কাছে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআরের জনসংযোগ শাখা।

প্রসঙ্গত, গত দেড় মাস ধরে এনবিআরে চলমান আন্দোলনের জেরে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলির সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এনবিআর কাঠামোতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মকর্তাদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য