করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩১ জন।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ তথ্যে জানানো হয় গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৭৯৫ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ১৩৪ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩০ হাজার ৪৯৬ জন। মোট মারা গেছেন ৬১৭৩ জন।
মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৮৪৯ জন।২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৯৮শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।


















