শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।নিহত ট্রাক চালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।


















