Friday, November 14, 2025
Homeদেশগ্রামলালমোহনে ভিক্ষুকের সাথে প্রতারণা

লালমোহনে ভিক্ষুকের সাথে প্রতারণা


লালমোহন (ভোলা) প্রতিনিধি :


ভোলার লালমোহনে এক ভিক্ষুকের সাথে প্রতারণার খবর পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার সকালে উপজেলার লাঙ্গলখালী বাজারে উত্তর পাশে কালভার্টের কাছে এক মোটরসাইকেল যাত্রী ৫০ টাকা ভিক্ষা দিবে বলে ১ হাজার টাকার খুচরা চায়। ভিক্ষুক লোকটি ৫০ টাকার আশায় মটরসাইকেল যাত্রীকে ৯৫০ টাকা দিলে তখন যাত্রী তাকে ১ হাজার টাকার জাল নোট দিয়ে চলে যায়।

ভিক্ষুক লোকটি পরে দোকানে এসে সদায় করে ১ হাজার টাকার নোটটি দিলে দোকানদার ১ হাজার টাকার নোটটি জাল বলে জানায়। তখন ভিক্ষুক দোকানদার ও বাজারের সকলকে ঘটনাটি বলে এবং তার উপার্জিত ৯৫০ টাকা খুইয়ে এখন দিশেহারা।

ভিক্ষুকের সাথে এমন জগণ্য প্রতারণায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা জানায় বৃদ্ধ ভিক্ষুক লোকটি লাঙ্গলখালী বাজারে দীর্ঘদিন ধরে ভিক্ষা করে আসছে। তার বাড়ী ওই এলাকার বেড়ীর মাথায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য