ভারত মহাসাগরে দ্বীপ রাষ্ট্র মরিশাসে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাজে যোগ দিতে যাওয়ার সময় রাজধানী পোর্ট লুইসের কাছে পেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহতের সবাই হাইবেক কনস্ট্রাকশন নামের একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক ছিলেন।
নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে বলে মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানিয়েছেন।


















