Tuesday, August 12, 2025
Homeআইন-আদালতপররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

সাম্প্রতিক মন্তব্যের জেরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে অনুরোধ করেছেন। এটা আপনি করতে পারেন না। সংবিধানে বলা আছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে মন্ত্রী হিসেবে আপনি শপথ ভঙ্গ করেছেন। আপনি মন্ত্রীর পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই ৪৮ ঘণ্টার মধ্যে তিনি (পররাষ্ট্রমন্ত্রী) স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১২ আগস্ট সিলেটে এক মতবিনিময় সভা শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ ভালো আছে। দেশের মানুষ ‘বেহেশতে’ আছে। এরপর থেকেই নানা আলোচনা-সমালোচনা চলছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ঘিরে। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান সাংবাদিকদের বলেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আওয়ামী লীগের কেউ নন। তিনি বলেছেন, ‘সে তো (পররাষ্ট্রমন্ত্রী) আমাদের দলের কেউ না। তাই তার এ বক্তব্যে আমাদের দল (আওয়ামী লীগ) বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না।’ গত ১৮ আগস্ট চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, সেটি করতে ভারত সরকারকে অনুরোধ করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য